Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন: আচরণবিধি ভঙ্গ করায় প্রশাসনের ব্যানার অপসারণ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চলমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ক্যাম্পাস থেকে বেশ কয়েকটি ব্যানার সরিয়ে নিয়েছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি বাস্তবায়ন টাস্কফোর্স বিভিন্ন ছাত্র সংগঠনের ঝুলানো ব্যানার ক্যাম্পাসের একাধিক স্থান থেকে নামিয়ে ভ্যানে করে নিয়ে যায়।

সরকারিভাবে প্রচার শুরু হয় ২৬ আগস্ট সকালে। ওইদিন থেকেই ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন টিএসসি, সমাজবিজ্ঞান চত্বর, চারুকলা, বিভিন্ন হল এলাকা ও কার্জন হলে ঝুলানো হয়েছিল বিভিন্ন সংগঠনের ব্যানার—এর মধ্যে ছিল ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ ছাত্র জোট, স্বতন্ত্র প্রার্থী জামালুদ্দিন খালিদ, বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের ‘সমন্বিত ছাত্র সংসদ,’ এবং উমামা ফাতেমার ‘স্বতন্ত্র ছাত্র ঐক্য।’

তবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কেবলমাত্র হ্যান্ডবিল, পোস্টার ও লিফলেট বিতরণের অনুমতি আছে। ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙানো একেবারেই নিষিদ্ধ।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন স্বাক্ষরিত ২৬ আগস্টের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আচরণবিধির ৭(ক) ধারায় শুধুমাত্র সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল মুদ্রণ ও বিতরণের অনুমতি দেওয়া হয়েছে। পিভিসি, কাপড় বা অন্য কোনো উপকরণে তৈরি ব্যানার, ফেস্টুন বা বোর্ড ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিধি ভঙ্গকারী প্রার্থীদের অবিলম্বে এসব সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল।

টিএসসিতে ব্যানার অপসারণের সময় উপস্থিত ছিলেন টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রাব্বানী। তিনি সাংবাদিকদের বলেন, 'আচরণবিধিতে এসব ব্যানারের অনুমতি নেই। নিয়ম না জেনে এগুলো টাঙানো হয়েছিল, তাই আমরা অপসারণ করছি। ক্যাম্পাসে কোনো ব্যানার, ফেস্টুন বা বোর্ড ঝুলতে দেওয়া হবে না, স্টিকারও নিষিদ্ধ। শুধু সাদাকালো হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা যাবে। আবারও কেউ নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ