ডাকসু নির্বাচন: প্রার্থীতা প্রত্যাহার না করায় ছাত্রদলের আরও ৬ নেতা বহিষ্কার
ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরও ছয় নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন— জিয়াউর রহমান হলের অছিকুর রহমান জয় ও নাহিন নিয়াজ মাহি, সূর্যসেন হলের সাব্বির আহমেদ সোহান, মুহসীন হলের জেভিয়ার হাসান, ফজলুল হক মুসলিম হলের সোহানুর রহমান সোহাগ এবং অমর একুশে হলের সিফাতুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়াও বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এসব সিদ্ধান্তে অনুমোদন দেন ঢাবি ছাত্রদল শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে