Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন: প্রথম দুই ঘণ্টায় পড়ল ১১০০ ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে ৭০০-এর বেশি এবং কার্জন হল কেন্দ্রে ৪০০-এর বেশি ভোট পড়েছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।

ডাকসু নির্বাচনকে ঘিরে এদিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে ভোটগ্রহণ শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।

আজ সকাল ৭টার দিকে ব্যালট বাক্সগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে সেগুলো উন্মুক্ত করার পর ভোটগ্রহণ শুরু হয়। পুরো ক্যাম্পাসে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ