Views Bangladesh Logo

ঢাবি ভিসির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

শনিবার (২৪ মে) ভিসি ড. নিয়াজ ‘ভিউজ বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে অত্যন্ত উদ্বিগ্ন। এটি একটি স্পষ্ট প্রতারণামূলক প্রচেষ্টা এবং আমরা ইতোমধ্যেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অজ্ঞাত এক সাইবার চক্র ভিসির নাম ও নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার চেষ্টা চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভিসির ব্যবহৃত নম্বর থেকে একাধিক ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে আর্থিক সহায়তা চাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং কেউ কোনো সন্দেহজনক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ