শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান।
ডাকসু নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে উপাচার্য বলেন, বহু বছর পর আমরা একটি ঐতিহাসিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রক্রিয়ায় বিজয়ী এবং বিজিত উভয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তিনি বলেন, এবারের নির্বাচন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। ভারিভাবে বললে ঐতিহাসিক। এবার অনেক কিছু আমরা করছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঘটেনি।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ডাকসু তোমরা চেয়েছো; গভীরভাবে প্রত্যাশা করেছো; গণঅভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি সংগতিপূর্ণও। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সমন্বিত একটি প্রাতিষ্ঠানিক ভয়েস তৈরি করার জন্য এটা জরুরি। গুরুত্বপূর্ণ এসব মূল্যবোধকে তুলে ধরার জন্য তোমাদের অনুষ্ঠান ডাকসু নির্বাচন। তোমাদের অনুষ্ঠান, নির্ভয়ে তোমরা ভোট দিতে আসবে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।
তিনি আরও বলেন, সারাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। তারা আমাদের শুভ কামনা জানাচ্ছেন।
উপাচার্য জানান, ১১ মাসের প্রস্তুনার পর এবার নির্বাচন আয়োজনের সব কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দেবেন এবং ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে।
তিনি বলেন, প্রথমবারের মত আমরা হল থেকে বেরিয়ে এসে ৮টি সমন্বিত এই নির্বাচনের ব্যবস্থা করেছি। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে