Views Bangladesh Logo

ঢাবিকেন্দ্রিক ফেসবুক পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি দেবে ডাকসু নির্বাচন কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং প্রতিরোধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিঠিতে চিহ্নিত কয়েকটি ফেসবুক পেজ বন্ধ রেখে তা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর রাখার অনুরোধ জানানো হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনের মতে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’সহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম বিভ্রান্তি ও উত্তেজনা ছড়াতে পারে। নির্বাচন কমিশনের আশঙ্কা, এগুলো বন্ধ না করলে সুষ্ঠু পরিবেশ নষ্ট হতে পারে।

এ ছাড়া, গ্রিন ফিউচার ফাউন্ডেশন নামের একটি সংগঠন ক্যাম্পাসে সেবা কার্যক্রম চালালেও তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে প্রশাসন। তাই আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটির কার্যক্রম ও শাটল সার্ভিস স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি কার্যকরে ক্যাম্পাসে টানানো প্রচারণামূলক ব্যানার ও বিলবোর্ড সরানোর পদক্ষেপ নেয়া হয়েছে। একইসঙ্গে প্রার্থীদের সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ, উপঢৌকন বিতরণ, আপ্যায়ন বা আর্থিক সহায়তা প্রদানের মতো কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এসব কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রচারণার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ২৫ আগস্ট পর্যন্ত হলে বা ক্যাম্পাসে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত নির্ধারিত নিয়মে প্রচারণা চলবে। তবে এই সময়ে সামাজিক বা সেবামূলক সহযোগিতা, ধর্মীয় স্থানে প্রচারণা কিংবা মজলিশ-মাহফিল আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসব লঙ্ঘন নির্বাচন আচরণবিধির ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ