অশালীন পোস্টের অভিযোগে মামলা করলেন ঢাবি শিক্ষিকা মনামি

ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মনামি) শাহবাগ থানায় মামলা করেছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে মামলাটি দায়ের করা হয়।
মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, এবং আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া।
ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘অধিকতর তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। সাইবার ইউনিট আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী ছবি বা ভিডিও বিকৃতসহ যেকোনো সাইবার বুলিংয়ের শিকার হলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেবে।’
মামলায় অভিযোগ আনা হয়েছে, শেহরীন আমিনের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও আশফাক হোসাইন (ইভান)-কে। এর পাশাপাশি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে শেহরীন আমিন ভূঁইয়া উল্লেখ করেছেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত আমার ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে।’
তিনি বলেন, এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে