Views Bangladesh Logo

রোববার ঢাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ

৬ ঘন্টার ব্যবধানে তিনটি ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্তসমূহ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করতে গিয়ে গত ৩৬ ঘন্টায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হবার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ