ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ
বিজয় দিবসের উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করেন এবং ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন গোলাম আযম ও নিজামীরা। তার ভাষ্য অনুযায়ী, তাদের উত্তরসূরিরা এখনো মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং একে ভারতের ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করছে। তিনি বলেন, চলতি বছর ইসলামী ছাত্রশিবির গোলাম আযমকে ‘এ দেশের সূর্যসন্তান’ হিসেবে তুলে ধরার কর্মসূচি করেছে, যা তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।
ওই শিক্ষার্থী আরও বলেন, এসব কারণেই বিজয় দিবসে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে