Views Bangladesh Logo

ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলা জামায়াত নেতার জিহ্বা ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর এক নেতার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ওই বক্তব্যকে নারীবিদ্বেষী ও অশালীন বলে আখ্যায়িত করেন। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা শামীম আহসানের জিহ্বা ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দেন।

বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান সম্প্রতি এক বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ একসময় বেশ্যাখানা ও মাদকের আড্ডা ছিল।’ তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

রোববার রাত ৯টার দিকে অনুষ্ঠিত বিক্ষোভে নারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অপমান করা হয়েছে। সমাবেশে একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হবে।

বিক্ষোভে বক্তারা ডাকসুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, এ ধরনের বক্তব্যের পরও ডাকসু সাংগঠনিকভাবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ডাকসুর দায়িত্বশীলদের নীরবতা লজ্জাজনক।

এর আগে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শামীম আহসানের কুশপুত্তলিকা দাহ করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শামীম আহসানের বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ ও অর্বাচীন’ বলে উল্লেখ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম ও ঐতিহ্যকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ