Views Bangladesh Logo

ঢাবিতে বিজয়ের মাসে পাকিস্তান ও রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনে পতাকাযুক্ত স্টিকার লাগালেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ের মাসে পাকিস্তান ও রাজাকারদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করতে ডাকসু ভবনের ফটকের মেঝে ও তিনটি হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার লাগিয়েছেন।

স্টিকারগুলোতে লেখা রয়েছে ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ এবং ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’ এমন স্লোগান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত রোববার (৭ ডিসেম্বর) থেকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশপথে এসব স্টিকার লাগানো শুরু হয়।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রধান ফটকে স্টিকার লাগানোর নেতৃত্ব দেন ছাত্রদলের হল ইউনিট আহ্বায়ক কমিটির সদস্য কারিব চৌধুরী। তিনি সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের প্রতি আমাদের তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ