মধ্যরাতে ঢাবির জগন্নাথ হলের শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী মিছিল
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় গভীর রাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা।
শনিবার রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা হল থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্য চত্বরে গিয়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা “ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”—এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সৌরভ কান্তি দাশ বলেন, “আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশে কোথাও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। কুমিল্লায় আমাদের এক বোনকে ধর্ষণ করেছে বিএনপির এক নেতা। আমরা এই ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার চাই। এবার আর কোনো ছাড় নয়।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিত্ত কুমার পাল বলেন, “এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। আমাদের মন্দির ভাঙা হয়, দেবতা অবমাননা করা হয়, কিন্তু সেগুলোর বিচার হয় না। আজ এক নারীকে ধর্ষণ করা হয়েছে—জানি না, এবার কি বিচার হবে! যদি না হয়, তবে আমরাও আর চুপ করে বসে থাকবো না।”
বিক্ষোভকারীরা জানান, ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে দেশের প্রতিটি ক্যাম্পাস ও সড়কে আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে ধর্ষণের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোসাদ্দেক আলী ও এবি জুবায়ের আরও বড় পরিসরে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে