রাতে ফেসবুক পোস্ট, ভোরে মিলল ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচ থেকে সঞ্জু বারাইক (২৩)নামের এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সঞ্জু বারাইক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
এর আগে রোববার (১৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সঞ্জু একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করেছি। উল্টো মানুষকে দোষারোপ করাটা ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমার কারণে কারও কোনো ক্ষতি হয়ে থাকলে তার দায় একান্তই আমার। আমি ক্ষমা চাচ্ছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দীন আহমেদ বলেন, “ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় সঞ্জুর মরদেহ ভবনের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ইতোমধ্যে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, “সঞ্জু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তাঁর বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি। গত দুই দিন সে হলে ছিল না। আজ ভোর চারটার দিকে হলে আসে এবং মিনিট দশেক পর ভবনের ছাদে যায়।”
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সঞ্জু ভবনের ছাদ থেকে নিচে পড়েছেন। তিনি বলেন, “এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, সঞ্জু বারাইক এর আগে বেশ কয়েকবার মানসিক চাপ ও ব্যক্তিগত সমস্যার কথা বন্ধুদের জানিয়েছিলেন বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে