Views Bangladesh Logo

ছাত্রদের যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাবি শিক্ষক বরখাস্ত

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগের তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সদস্য-সচিব হিসেবে। কমিটিকে ৩ মাসের মধ্যে রিপোর্ট ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, দীর্ঘদিন ধরেই ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে এক শিক্ষার্থীর করা মামলার প্রেক্ষিতে ১৪ নভেম্বর পুলিশ অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ