Views Bangladesh Logo

রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ঢাবি অধ্যাপক কার্জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তার অভিযোগ, সাম্প্রতিক গ্রেপ্তার ও আটক থাকার সময় তার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।

শুক্রবার ঢাকার একটি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এই দাবি জানান। সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় তাকে আদালতে তোলা হয়।

আদালতে ড. কার্জন বলেন, তাকে আইনজীবী নিয়োগের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং পুলিশ হেফাজত ও কারাগারে অমানবিক পরিবেশে রাখা হয়েছে, যেখানে পাখা কিংবা সাবান কিছুই ছিল না। তিনি দাবি করেন, ওই পরিস্থিতিতে তিনি সারারাত ঘুমাতে পারেননি।

তিনি বলেন, ‘আমরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি।’ এ সময় তিনি সংবিধানের একটি কপি হাতে তুলে ধরে আদালতে বলেন, ‘সংবিধানের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের নির্দিষ্ট কিছু অধিকার দেওয়ার কথা, যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি মিথ্যা। আমাদের হয়রানি করা হয়েছে। আমি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাই এবং অবিলম্বে জামিন প্রার্থনা করছি।’

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন এ আবেদনের পক্ষে জোরালো সমর্থন দেন।

ড. কার্জন আদালতে নিজের গ্রেপ্তারের ঘটনার বিবরণও দেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তিনি মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন জহুরুল হক পান্না এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের।

তিনি বলেন, ‘একদল হামলাকারী অনুষ্ঠানস্থলে প্রবেশ করে আমাদের জোর করে বের করে দেয়। আমরা ছিলাম ভুক্তভোগী। অথচ হামলাকারীদের গ্রেপ্তার না করে পুলিশ আমাদের গ্রেপ্তার করেছে।’

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও ড. কার্জনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতকক্ষ থেকে বের করে আনার সময় ড. কার্জন আবার সংবিধান হাতে তুলে ধরে উপস্থিত গণমাধ্যম ও দর্শকদের উদ্দেশে বলেন, ‘এই সংবিধান ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। একে অবশ্যই রক্ষা করতে হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ