Views Bangladesh Logo

ঢাবির সব প্রবেশদ্বার টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে

 VB  Desk

ভিবি ডেস্ক

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশদ্বার সাধারণ মানুষের জন্য ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার, ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে বুধবার, ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সময়ে শাহবাগ, দোয়েল চত্তর, শিববাড়ি ক্রসিং, পালাশি, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত গেট থেকে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে।

তবে বৈধ আইডি কার্ডধারী ছাত্র, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। কর্মী ও শিক্ষকদের পরিবারের সদস্যরাও আইডির ফটোকপি প্রদর্শন করে প্রবেশাধিকার পাবেন।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কবিহীন যারা জরুরি ভিত্তিতে প্রবেশ করতে চান, তাদের প্রক্টরের অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

এই সময়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং এম্বুলেন্স, চিকিৎসা পরিবহন, সাংবাদিকদের যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষা ও ফায়ার সার্ভিসের জরুরি যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনী সময়কালজুড়ে সকল ছাত্র, শিক্ষক ও কর্মীদের আইডি কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ