ডাকসু নির্বাচনের নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি তদন্তে ঢাবি’র দুই কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকির তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন কমিশন একটি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অন্য কমিটিটি গঠন করে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে।
৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী বাম ছাত্রজোটের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্টটি করার অভিযোগ উঠেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী সমাজবিজ্ঞানের চতুর্থ বর্ষের আলী হোসেনের বিরুদ্ধে। ছাত্রশিবিরের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিটটি করেছিলেন ফাহমিদা।
ঘটনাটি শিক্ষার্থী-শিক্ষক এবং অধিকার গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। নারী প্রার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাস রাজনীতিতে অনলাইন হুমকির ব্যাপকতা নিয়ে জরুরি উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাবি’র প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, প্রক্টরিয়াল কমিটিকে আজ রাতের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নির্বাচন কমিশনের কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অধ্যাপক জসিম জানান, কমিটি সাইবার বুলিং মোকাবিলার উপায় নিয়েও কাজ করছে। বিষয়টির সমাধানে কমিটির সদস্যরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সাথেও দেখা করেছেন। অন্যদিকে ডাকসু নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সাথে বৈঠক করেছেন।
‘ক্যাম্পাসে এবং নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে বিস্তৃত নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছে’- বলেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে