Views Bangladesh Logo

২৮ ডিসেম্বর খুলছে ঢাবির আবাসিক হল, একই দিনে শুরু সশরীরে ক্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে এবং একই দিন থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ডিনস কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়া হবে এবং একই দিন থেকে নিয়মিত সশরীরে ক্লাস শুরু করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর কারিগরি নিরীক্ষা ও বুয়েট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ বিবেচনায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করা হয়েছে। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে পরীক্ষাসমূহ পুনরায় শুরু হবে। এ বিষয়ে বিভাগগুলো সংশ্লিষ্ট ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে নতুন সময়সূচি নির্ধারণ করবে।

ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে আবাসিক হলগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংস্কার কাজ চলছে। হল খোলার পরও কিছু হলে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকতে পারে, তাই শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ