মাউশি ভেঙে হচ্ছে পৃথক দুই অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুই পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ব্যবস্থা অনুযায়ী, মাধ্যমিক শিক্ষার দায়িত্বে থাকবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’, আর কলেজ শিক্ষার দায়িত্বে ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, দুটি পৃথক অধিদপ্তর গঠনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক দায়িত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর), সদস্যসচিব থাকবেন উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)। সদস্য হিসেবে থাকবেন উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতিনিধি, পাশাপাশি মাউশির মাধ্যমিক ও সাধারণ প্রশাসন উপ-পরিচালক এবং সহকারী পরিচালক (বাজেট)।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে Rules of Business, 1996 অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, দুটি নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো ও কর্মবণ্টন প্রস্তুত করা এবং টিওএন্ডই (Table of official & Equipment) নির্ধারণ।
নির্ধারিত সময়সীমার মধ্যে কমিটি কাজ শেষ করলে মাধ্যমিক ও কলেজ শিক্ষার প্রশাসনিক দায়িত্ব সম্পূর্ণভাবে পৃথক ও স্বচ্ছভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে