ডিএসসিসি এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
শিশুদের টাইফয়েড প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে এক বিশাল টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) দেয়া হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসসিসির নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, টিকাদান কর্মসূচিটি দুটি ধাপে বাস্তবায়ন করা হবে।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলবে। এই সময়ের মধ্যে ২২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৭৫টি স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে দুই ধাপে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রথম ধাপ চলবে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এই ধাপে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
দ্বিতীয় ধাপ চলবে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এই সময়ে অস্থায়ী কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা শিশু এবং প্রান্তিক পর্যায়ের সকল শিশুকে টিকা দেওয়া হবে।
এছাড়াও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ের স্থায়ী টিকাদান কেন্দ্র থেকেও এই টিকা গ্রহণ করা যাবে।
টিকা গ্রহণের জন্য শিশুদের অনলাইনে বিদ্যমান ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ‘www.vaxepi.gov.bd’ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে নেই বা আগে নিবন্ধন করা হয়নি, তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করে অনলাইন জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
তারা আরও জানান, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরীক্ষিত।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘আমরা এই টিকাদান কর্মসূচিকে শিশুদের জন্য একটি উৎসবে পরিণত করতে চাই। অভিভাবকদের উচিত তাদের সন্তানদেরকে টিকা নিতে উৎসাহিত করা।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে