Views Bangladesh Logo

ডিএসসিসির ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। বুধবার (৬ আগষ্ট) নগর ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে প্রাথমিক আয় ধরা হয়েছে ৮৪৫ কোটি ১৬ লাখ টাকা এবং রাজস্ব আয় ১ হাজার ৩২০ কোটি  ৪০ লাখ টাকা। অন্যান্য আয়ের উৎস থেকে আসবে ৭৯ কোটি ৫৫ লাখ টাকা, আর সরকারি ও বিশেষ বরাদ্দ হিসেবে ধরা হয়েছে ১২৭ কোটি টাকা।

সরকারি ও বৈদেশিক উৎস থেকে ডিএসসিসি মোট ১ হাজার  ৪৬৯ কোটি ২৪ লাখ টাকা পাবে বলে আশা করা হচ্ছে। বাজেট অনুযায়ী, পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা এবং নিজস্ব তহবিল থেকে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা। মোট উন্নয়ন ব্যয় নির্ধারিত হয়েছে ২ হাজার ৩৪৫ কোটি  ৮৮ লাখ টাকা।

তুলনামূলকভাবে, গত অর্থবছর ২০২৪-২৫ এর প্রাথমিক বাজেট ছিল ৬৭৬০ কোটি ৭৪ লাখ টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়ায় ২ হাজার ৬৬৭ কোটি ৫৯ লাখ টাকায়।

ডিএসসিসির প্রশাসক বলেন, ' নগরবাসিদের জীবনমান উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ