নৌবাহিনীর তত্ত্বাবধানে আজ থেকে এনসিটি চালাবে ড্রাইডক
চুক্তির মেয়াদ শেষে ১৭ বছর পর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ছেড়েছে সাইফ পাওয়ারটেক। আজ সোমবার (৭ জুলাই) থেকে চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি সীমাবদ্ধতার কারণে সরাসরি নৌবাহিনী নয়, বরং তাদের নিয়ন্ত্রণাধীন সিডিডিএলের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করা হচ্ছে। সোমবারই চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। একই দিন সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে টার্মিনালের দায়িত্ব হস্তান্তর করবে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় চুক্তির অনুমোদন দেয়া হয়েছে। ড্রাইডক টেকনিক্যালি নৌবাহিনীর অধীনেই পরিচালিত হয়।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। এনসিটি ছাড়লেও সিসিটিতে তাদের কার্যক্রম আগের চুক্তি অনুযায়ী বহাল থাকবে।
উল্লেখ্য, এনসিটি ২০০৭ সাল থেকে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে