Views Bangladesh Logo

রাজধানীতে শুষ্ক আবহাওয়া, বাড়বে গরমের অনুভূতি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় উষ্ণতা বেড়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে দিনের প্রথমার্ধে গরমের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে এবং সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, ফলে রাজধানীবাসীকে আজও হালকা গরম অনুভব করতে হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুসারে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। রোববার (২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, নভেম্বরের শুরুতে এ ধরনের উষ্ণতা মৌসুমি পরিবর্তনের প্রভাবেই হচ্ছে। তিনি বলেন, 'উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইতে শুরু করলেও আর্দ্রতা এখনও বেশি। ফলে দিনে সূর্য উঠলে গরম বেশি লাগছে।'

তিনি আরও জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আভাস পাওয়া যেতে পারে। আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশে হালকা মেঘ দেখা যেতে পারে।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ