মঞ্চ ৭১ এর আলোচনা সভায় হামলার নিন্দা ডিআরইউ’র
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে মঞ্চ ৭১ এর গোলটেবিল আলোচনা সভায় বহিরাগতদের হামলা, এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে গোলটেবিল আলোচনা সভায় অংশ নিতে আসা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাবেক সচিব আবু আলম শহীদ খানসহ মঞ্চ ৭১ এর অন্তত ১৫ জনের ওপর এই হামলা হয়।
তাদেরকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ রেখে পরে পুলিশে সোপর্দ করে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া একদল তরুণ। ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভাটির আয়োজন করেছিল মঞ্চ ’৭১।
ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, ‘ডিআরইউ উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। কোনো পক্ষের হুমকি বা বাধা এখানে গ্রহণযোগ্য নয়’।
তারা জানান, আলোচনা সভাটি ঘিরে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া হামলাকারীরা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছিল। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হলে পুলিশ সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিল। কিন্তু হঠাৎ করেই কিছু বহিরাগত ব্যক্তি ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
বিবৃতিতে ডিআরইউ’র নেতারা বলেন, ‘আমাদের সদস্যদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ এসে হামলার শিকার অতিথিদের নিরাপদে সরিয়ে নেয়’।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে এই প্ল্যাটফর্মে দল-মত নির্বিশেষে সবার মত প্রকাশের অধিকার সংরক্ষিত। অতীতে গণআন্দোলনের সময়েও এই ইউনিটিতে মতপ্রকাশের স্বাধীনতা বজায় ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে ডিআরইউ’র নেতারা বলেন, ‘আমরা কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা বরদাশত করব না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে ডিআরইউ’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে