নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা
নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকার চালকের নাম সাইদুল ইসলাম। তিনি ভেরামাড়া এলাকার আলতাব আলীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাইভেটকারটি ভেরামাড়া থেকে বনপাড়া দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেটকার থামিয়ে গাড়ির ভেতরই চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। চালক আহত অবস্থায় গাড়ির ভেতর থেকে বের হতে গিয়ে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে