Views Bangladesh Logo

চাঁদপুরে অ্যাম্বুলেন্সে নারীকে ধর্ষণের অভিযোগে চালক গ্রেপ্তার

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী (২৪) কে অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭)। এ ঘটনায় ভুক্তভোগীর ভগ্নিপতি সদর মডেল থানায় মুরাদ ও আরও দুই-তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার মুরাদ চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার মোস্তফা বেপারির ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। সড়কে পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার এবং চালক মুরাদকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদ ঢাকা থেকে রোগী নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে কয়েকজনের সহযোগিতায় ওই নারীকে অ্যাম্বুলেন্সে তোলা হয়।

পরিবার জানায়, নারীটি মানসিক ভারসাম্যহীন এবং স্বামী পরিত্যক্তা। তিনি বাবা-মায়ের সঙ্গে থাকেন এবং মাঝে মাঝে পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। ৪ সেপ্টেম্বর সকালে তিনি আবার বাড়ি থেকে বের হন এবং পরে পরিবারের খোঁজে না পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেন।

ওসি মো. বাহার মিয়া বলেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ওই নারীর ডাক্তারি (ফরেনসিক) পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ