Views Bangladesh Logo

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া হস্তান্তর আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বশেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া হস্তান্তর করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। যদিও উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতবিরোধ রয়েছে, তবুও এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য আজ সোমবার (২৮ জুলাই) দলগুলোর কাছে খসড়াটি হস্তান্তর করবে কমিশন।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের ১৯তম দিনে এই ঘোষণা দেন কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে তিনটি পৃথক অধিবেশনে গৃহীত এই সংলাপ গভীর রাত পর্যন্ত চলে।

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সোমবার রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের খসড়া দেবে কমিশন। এরপর এতে মতামত দেবে দলগুলো। দলগুলোর প্রতিক্রিয়ার ভিত্তিতে চূড়ান্ত সংস্কার সনদ জুলাই মাসের শেষ নাগাদ প্রকাশ করা হতে পারে।

যদিও পূর্ণ ঐকমত্যে না এলেও দশটি সংস্কার প্রস্তাবে ইতিমধ্যে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে রয়েছে স্বাধীন পুলিশ কমিশন গঠন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণে শর্তসাপেক্ষে একমত হয়েছে দলগুলো। তবে বিএনপি ও তাদের মিত্ররা জানিয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা বাস্তবসম্মতভাবে সীমিত না হলে তারা এই প্রস্তাবে সমর্থন দেবে না।

এ ছাড়া উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ও নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব সংক্রান্ত প্রস্তাবেও মতৈক্য হয়নি। তৃতীয় অধিবেশনে ব্যাপক আলোচনা হলেও নারীদের অংশগ্রহণ বাড়াতে বিএনপির প্রস্তাবিত ধাপে ধাপে নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তাদের প্রস্তাব অনুযায়ী, পরবর্তী নির্বাচনে অন্তত ৫ শতাংশ এবং এর পরবর্তী নির্বাচনগুলোতে তা ১০ শতাংশে উন্নীত করার কথা রয়েছে।

ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান আরও জানান, যদি কোনো দল খসড়ায় মৌলিক আপত্তি তোলে, তাহলে তা পরবর্তী সংলাপের মাধ্যমে সমাধান করা হবে। এখন পর্যন্ত সাতটি বিষয়ে মতৈক্য হয়নি এবং তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো আলোচনা শুরু হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ