এ সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে জুলাই সনদের খসড়া
এই সপ্তাহে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করবে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পৃথক সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেবে কমিশন। সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।
কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ জানান, চূড়ান্ত খসড়া বৃহস্পতিবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হতে পারে। সনদটি কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে লিখিত মতামত দিতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের সঙ্গে তাদের প্রতিক্রিয়া একত্রিত করে বাস্তবায়নের সুপারিশ তৈরি করা হবে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় উপস্থাপন করা হবে এবং পরে তা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো হবে।
এর আগে রোববার আটটি রাজনৈতিক দলের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে সনদ বাস্তবায়নের জন্য বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি গণপরিষদ গঠন, গণভোট আয়োজন, সাংবিধানিক সংস্কার পরিষদ প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি কর্তৃক ঘোষণা বা অধ্যাদেশ জারি করা।
সোমবারের বৈঠকেও দলগুলো বাস্তবায়ন নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। কিছু দল গণভোটের প্রস্তাব করেছে আবার অন্যরা সংসদীয় অনুমোদন চেয়েছে আবার কেউ কেউ আইনি কাঠামোর দাবি জানিয়েছে। প্রায় সব দলই একমত হয়েছে যে, যেসব সংস্কার এখন সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মাধ্যমে অবিলম্বে বাস্তবায়ন করা উচিত।
এর মধ্যে বেশ কয়েকটি দল সতর্ক করে দিয়ে বলেছে যে, জুলাই সনদের বিষয়টি অমীমাংসিত থাকলে জাতীয় নির্বাচন বিলম্বিত হবে এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। তারা একটি সমঝোতায় পৌঁছানোর জন্য বিশেষজ্ঞদের দিকনির্দেশনার ওপর জোর দিয়েছে।
এদিকে কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, চূড়ান্ত খসড়া বিতরণের পর আর কোনো মতামত গ্রহণ করা হবে না। বুধবারের মধ্যে বাস্তবায়ন সম্পর্কিত লিখিত মতামত জমা দিতে দলগুলোকে বলা হয়েছে। তবে বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ হবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে