Views Bangladesh Logo

লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ অবস্থানের পর আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় তার গাড়িবহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডনে পৌঁছানোর চারদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সেদিন সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়িকে মায়ের মতো করেই সেবা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। তারেক রহমানের সপরিবারে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি লন্ডনে যাচ্ছেন বলে জানান তিনি।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আতিকুর রহমান রুমন বলেন, যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রয়োজনে প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার লক্ষ্যে যুক্তরাজ্য থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। তিনি বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক তত্ত্বাবধান করেন। তবে চিকিৎসকদের পরামর্শে বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি শাশুড়ির সঙ্গেই ঢাকায় অবস্থান করেন। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ