লন্ডন থেকে ঢাকার পথে জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইটটি ছেড়েছে। বিষয়টি বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
জুবাইদা রহমান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে ফিরছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে জানান, জুবাইদা রহমান আজই দেশে ফিরছেন, যাতে প্রয়োজনে খালেদা জিয়ার সঙ্গে থেকে তাকে কাতারের আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যেতে পারেন।
তিনি আরও জানান, যদি জুবাইদার পৌঁছানো বা ফ্লাইট ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়, সেই পরিস্থিতি বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শমিলা রহমানসহ কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক সঙ্গে থাকবেন বলেও জানা গেছে।
১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে