কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস
ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এই সফরে তাকে প্রদান করা হবে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি ১০ জুন লন্ডনে পৌঁছাবেন এবং ১২ জুন ব্রিটিশ রাজপরিবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। সফর শেষে তিনি ১৩ জুন দেশে ফিরবেন।
সূত্র জানায়, লন্ডনে অবস্থানকালে ড. ইউনূসের ব্রিটেনের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।
এই সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি বিষয়েও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে