Views Bangladesh Logo

ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও পুনর্নিয়োগ ‘টেকনিক্যাল বিষয়’: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগ এবং একদিনের ব্যবধানে পুনরায় নিয়োগ পাওয়ার ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি ছিল সম্পূর্ণ একটি ‘টেকনিক্যাল’ প্রক্রিয়ার অংশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান প্রেস সচিব।

ডা. সায়েদুর রহমানের নিয়োগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তার প্রথম নিয়োগটি ছিল লিয়েনের ভিত্তিতে। তিনি আগে একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন নিয়ে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তার নিয়মিত চাকরি থেকে অবসর গ্রহণের সময় উপস্থিত হওয়ায় একটি প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়।

প্রেস সচিব আরও জানান, বিধি অনুযায়ী লিয়েনে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা অবসর গ্রহণ করতে পারেন না। এ কারণে প্রথমে ডা. সায়েদুর রহমানকে বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়। সেখানে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাকে পুনরায় বিশেষ সহকারী হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারই (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ