হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গণফোরামের সভাপতি ইমেরিটাস ড. কামাল হোসেনকে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত ও শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি সংবাদমাধ্যমকে জানান, গত রবিবার ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
ড. কামাল হোসেনের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে