Views Bangladesh Logo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তাদের এখনো সংশয় রয়েছে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো দোসররা রয়েছে, যারা নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, 'অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কী, তা জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।'

তিনি জানান, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), সীমানা পুনর্নির্ধারণ ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে। তবে সীমানা পুনর্নির্ধারণে কোনো নির্দিষ্ট আসন নিয়ে কথা হয়নি।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। বিএনপি অতীতে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছে। 'আমরা আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে।'

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, 'ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে, তা নিন্দনীয়। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে নিবন্ধন পাবেন আর কে পাবেন না, তা কমিশনের এখতিয়ার। বিএনপির প্রত্যাশা সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন করবে নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ