নিজের ফাঁদে নিজেই ধরা খেলেন ‘অজ্ঞান পার্টির’ সদস্য
খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ঘটেছে এক বিরল ও নাটকীয় ঘটনা। চেতনানাশক জুস খাইয়ে মা-মেয়েকে লুটের চেষ্টা করতে গিয়ে অবশেষে নিজেই নিজের ফাঁদে ধরা পড়লেন প্রতারক ফুল মিয়া (৫৫)।
শনিবার (৩০ আগস্ট) ভোরে ট্রেনে এ ঘটনা ঘটে। জানা যায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৬) দিনাজপুর থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। তাদের পাশেই বসেছিলেন রংপুরের মিঠাপুকুরের বাসিন্দা ফুল মিয়া। আলাপের একপর্যায়ে তিনি মা-মেয়েকে জুস অফার করেন। জুস পান করার কিছুক্ষণের মধ্যেই দুজনেই অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে তিনি তাদের কানের দুল ও নাকফুল খুলে নিতে চেষ্টা করেন।
তবে পাশের আসনে বসা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি টের পান এবং সঙ্গে সঙ্গে ফুল মিয়াকে আটক করেন। পরবর্তীতে অন্য যাত্রীরাও সহায়তায় এগিয়ে আসেন। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও যাত্রীরা তাকে নিজেই সেই জুস পান করতে বাধ্য করলে কয়েক মিনিটের মধ্যেই ফুল মিয়া মেঝেতে লুটিয়ে পড়েন। তখনই আসল ঘটনা স্পষ্ট হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ সৈয়দপুর স্টেশনে পৌঁছে ভুক্তভোগী মা-মেয়ে ও অভিযুক্তকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে। তিনজনই এখনো অচেতন অবস্থায় রয়েছেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ-উন নবী জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আটক ফুল মিয়া একজন চিহ্নিত অপরাধী। দেশের বিভিন্ন রেলওয়ে থানায় অজ্ঞান করে লুটপাটের একাধিক মামলা রয়েছে তার নামে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে