Views Bangladesh Logo

সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা: বিসিবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা খোলা বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বোর্ডসভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, খেলোয়াড় নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন।

আমজাদ হোসেন বলেন, ‘বোর্ডে এ ব্যাপারে (সাকিব) আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসেবিলেটি থাকে এবং ভেন্যুতে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান অন্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। কারণ, ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজনমতো।’

২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর আর বাংলাদেশে আসতে পারেননি সাকিব আল হাসান। পরে তাঁর নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু তাঁকে নিয়ে দল ঘোষণা হলেও প্রতিবাদের মুখে আর দেশে ফিরতে পারেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ