Views Bangladesh Logo

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন উইং-এর উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই আয়েশা পলাতক ছিলেন। বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোহাম্মদপুরের ওই বাসায় সংঘটিত জোড়াখুনের তদন্তে শুরু থেকেই গৃহকর্মী আয়েশাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। তাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) কথিত গৃহকর্মী আয়েশা, মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান। সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ