Views Bangladesh Logo

খালেদা জিয়ার সুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসকরা: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের দেওয়া ওষুধ তিনি নিয়মিত গ্রহণ করতে পারছেন এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডা. জাহিদ।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। আমরা তার সুস্থ হয়ে ওঠা নিয়ে আশাবাদী।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ