Views Bangladesh Logo

ভোক্তা অধিদপ্তর চালু করল ‘বাজারদর’ অ্যাপ, জানা যাবে সারাদেশের পণ্যমূল্য

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) ‘বাজারদর’ নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে সারাদেশের দৈনন্দিন খুচরা পণ্যের দামদর।

সোমবার (২৩ জুন) অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় বসে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর জানা যাবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি।

অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে ‘বাজারদর’ অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য মূল্য ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে।

যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ‘বাজারদর’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ