Views Bangladesh Logo

ডিএনসিসির জন্য ৬ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬,০৬৯ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে। বুধবার (২৫ জুন) গুলশান নগর ভবনে অনুষ্ঠিত কর্পোরেশন সভায় এই বাজেট সর্বসম্মতভাবে পাস হয়।

এতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,০৬৯ কোটি টাকা, যা ব্যয় প্রাক্কলনের সমান। রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩,৬৩৬ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৬০ শতাংশ।

সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ, তবে তা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যয়ের ক্ষেত্রে নতুন সৃষ্ট ১৮টি ওয়ার্ডের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

বাজেটের ৭৬ শতাংশ বা ৪,৬২৪ কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২,০৩২.৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে সড়ক ও অবকাঠামো খাতে, যা মোট বাজেটের ৩৩ শতাংশ। বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ ৪৩৬.৩০ কোটি টাকা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দ ১৮৭.৭৫ কোটি টাকা। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫৭ কোটি টাকা।

রাজস্ব আয়ের ৪৫ শতাংশ আসবে হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্নতা, লাইটিং ও স্বাস্থ্য সেবা খাত থেকে। সম্পত্তি হস্তান্তর খাত থেকে প্রাক্কলন করা হয়েছে ১,০৮০ কোটি টাকা আয়, যা মোট রাজস্ব আয়ের প্রায় ৩০ শতাংশ। বাকি অর্থ সরকারি ও বেসরকারি অনুদান ও সহযোগিতা থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

সভায় ওয়ার্ড পর্যায়ে কর্মরত “ওয়ার্ড সচিব” পদবির নাম পরিবর্তনের প্রস্তাবও গৃহীত হয়। নতুন সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে “ওয়ার্ড সুপারভাইজার”, “ওয়ার্ড কো-অর্ডিনেটর” অথবা “ওয়ার্ড অর্গানাইজার”, যা অনুমোদনের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ