মেট্রোরেলের নতুন এমডি প্রকৌশলী ফারুক আহমেদ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ফারুক আহমেদ। প্রশাসন ক্যাডারের বাইরে থেকে এ পদে এলেন তিনি।
বৃধবার (১৯ ফেব্রুয়ারি) নতুন দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিজ্ঞপ্তির ভিত্তিতে এই নিয়োগ দেয়া হয়েছে, যেখানে প্রকৌশলী ডিগ্রি ও বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছিল।
বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটি ৭৬ জন আবেদনকারীদের মধ্য থেকে সাতজনকে বাছাই করেন। এরপর তাদের মধ্য থেকে প্রকৌশলী ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়।
অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হংকংসহ বিভিন্ন দেশে মেট্রোরেল প্রকল্পে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ফারুক আহমেদের। এছাড়া তিনি মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনের উদ্বোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর আগে আওয়ামী লীগ সরকার ডিএমটিসিএলের এমডি নিয়োগের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করে। তখন যোগ্যতার শর্ত হিসেবে ‘যোগাযোগ খাতের সাবেক সচিব’ হওয়া বাধ্যতামূলক করা হয়। এর ফলে ২০১৬ সালের অক্টোবরে তৎকালীন সড়ক পরিবহন সচিব এম এ এন সিদ্দিক ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পান এবং গত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় এবং অতিরিক্ত সচিব আবদুর রউফকে অস্থায়ীভাবে এই দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে স্থায়ী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে