ডিএমপির ৫ এডিসিকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোয়েন্দা ও বিশ্লেষণ বিভাগে কর্মরত মো. নজিম উদ্দিন আল আজাদকে বদলি করে লালবাগ বিভাগে, মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগ থেকে মো. শওকত আলীকে রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগ থেকে মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগ থেকে কে.এইচ.এম. এরশাদকে বদলি করে উত্তরা বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে