Views Bangladesh Logo

ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যান চলাচল নিয়ন্ত্রণ করবে। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন প্রদান করা হবে। ডাইভারশন থাকবে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং। ডিএমপি আবেদন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করবে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যানবাহন চালক ও যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ডাইভারশনযুক্ত ক্রসিংসহ আশপাশের এলাকা ও সড়কসমূহ এড়িয়ে চলাচল করার জন্য।

অন্যদিকে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত আরেকটি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব প্রকার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন এবং প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এই সিদ্ধান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ (১) ধারার অধীনে নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ