Views Bangladesh Logo

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ. লীগ কর্মী থাকলে তথ্য দেয়ার অনুরোধ ডিএমপির

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। যারা তথ্য দেবে তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ নিয়মিত হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড চালাচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্রি অবস্থায় থাকছেন। জনগণ যদি পুলিশকে তথ্য দেয়, তাহলে সেখানে গিয়ে নেতাকর্মীদের আটক করা হবে। এর মাধ্যমে ঝটিকা মিছিলের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

ডিএমপি কর্মকর্তা আরও বলেন, নিষিদ্ধ দলটি ভোটের আগে আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করছে। তাই পুলিশ অভিযান অব্যাহত রাখবে এবং জনগণের সহায়তা পেলে নেতাকর্মীদের ধরিয়ে দেয়া সহজ হবে।

তিনি জনগণকে সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে অস্থিতিশীলতা তৈরি করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তাই সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ