Views Bangladesh Logo

ডিউটির সময় ইনচার্জ ছাড়া অন্য ডিএমপি সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করছেন। এর ফলে তাদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে এবং সতর্ক নজরদারি কমে যাচ্ছে। এতে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও কার্যকরভাবে দায়িত্ব পালন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।

এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে কেবল ইনচার্জ ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশে জানানো হয়।

ডিএমপি আরও জানিয়েছে, কোনো পুলিশ সদস্য এ নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ