হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা জারি ডিএমপির
ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আবারও হাইকোর্ট এলাকা এবং প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার আওতায় আগামী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যত্রতত্র সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে, গত ১৪ জুন হাইকোর্ট এলাকা এবং ২৬ মে সচিবালয় ও যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল ডিএমপি।
এ নিয়ে সংবেদনশীল সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যায়ক্রমে সভা-সমাবেশ সীমিত রাখার উদ্যোগ নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে