প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় ডিএমপির দুঃখপ্রকাশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বুধবার রাত ১০টার দিকে শাহবাগ মোড়ে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।
তবে কমিশনারের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা শাহবাগ বিভাগের ডিসি মাসুদের বহিষ্কারের দাবি জানান।
দিনের শুরুতে সকাল ১১টার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেন। তিন দফা দাবিতে তাঁরা ‘লংমার্চ টু ঢাকা’ শুরু করলেও দুপুরে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনেকে আহত হন।
ঘটনার পর শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প সড়ক ব্যবহার করা হচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, পুলিশের হামলায় অন্তত ৫০-৬০ জন আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে