Views Bangladesh Logo

সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় ফের সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়সহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, ধর্মঘট, শোভাযাত্রাসহ সব ধরনের আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারের স্বাক্ষরে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুলাই (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় — বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং এলাকায় — যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে গত ৮ জুনও ডিএমপি একই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দেয়। তারও আগে গত ১৩ মার্চ এবং ১৫ মে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ও প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এছাড়া, গত ১৭ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাজধানীর সেনানিবাস ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পৃথক নির্দেশনা দেয়।

ডিএমপির পক্ষ থেকে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা হলেও গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে নানা দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়েছেন। এসব কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হওয়া বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের ওপর জলকামান, লাঠিচার্জ চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ