ঢাকায় ফানুস ওড়ানোয় ২৫ ঘণ্টার নিষেধাজ্ঞা
১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত রাজধানীর যে কোনো এলাকায় ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাদ আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত
ঢাকা মহানগর এলাকায় যে কোন প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। সম্মানিত নগরবাসীকে এ-সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লিখিত সময়সীমায় ফানুস উড়ানোর কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে