বিজয়নগরে নুরকে পিটুনির ঘটনায় জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা
রাজধানীর বিজয়নগরে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্যের পিটুনিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তীব্র সমালোচনার মুখে পড়েছে। এ অবস্থায় শনিবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওই ঘটনার সময় সেনা ও পুলিশের উপস্থিতিতে লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকেও লাঠিপেটা করতে দেখা যায়। তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে দাবি করলেও তার নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি ডিএমপি।
এ প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে।’
পুলিশ পরিচয়ে যে ব্যক্তি মারধর করেন তাকে আটক করা হয়েছে কি না কিংবা তার পরিচয় জানা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ এটা নিয়ে কাজ চলছে। তার নাম-পরিচয় বা ওই ঘটনা সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।‘
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশের হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে তার চিকিৎসায় ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে